নড়াইল প্রতিনিধি: নড়াইলে জেলা তথ্য অফিসের আয়োজনে অর্থনীতিতে গ্রামীণ নারীদের অংশগ্রহণ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের বুলিয়ান বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ বিকাল ৪ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে নড়াইল সদর উপজেলার কড়োলা ইউনিয়নে আগদিয়ার চর মহাশ্মশান প্রাঙ্গনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিধি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জানান, উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগারিক তাজমুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের জেলা উপ-ব্যবস্থাপক মামুনুর রশীদ, কলোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস ও মন্দিরের সভাপতি বিদ্যুত কুমার স্যানাল। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন নড়াইল জেলার ক্রীড়া অফিসার মো কামরুজ্জানান।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার আড়াই শতাধিক মহিলা অংশগ্রহণ করে। এ সময় নারীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও স্থানীয় শিশু-কিশোরীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন।