নড়াইল প্রতিনিধি: নড়াইল সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এবং তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল শিক্ষার্থীদের সাথে সামাজিক ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করে মানুষের সঠিক ব্যবহার বা প্রয়োগের উপর। তোমরা সচেতনতার সাথে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার বা ইলেকট্রনিক ডিভাইস সমূহ ব্যবহার করবে এবং প্রয়োজনীয় ও ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে।
এ সময় তিনি সামাজিক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক ও শিক্ষকগণকে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসএম কামরুজ্জামান পিপিএম, জেলা শিক্ষা অফিসার মীর শরিফুল হক, ডিআইও-১ শওকত কবীর, সদর থানা অফিসার ইনচার্জ এবং সাংবাদিকবৃন্দসহ স্কুলের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।