সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
নড়াইলে ধাওয়া পাল্টা ধাওয়া নির্বাচনী প্রচার প্রচারণার অফিস ভাঙচুরের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ইউপি নির্বাচন।
নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয়েছে এ ধাওয়া পাল্টা ধাওয়া অফিস ভাঙচুরের ঘটনা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ প্রশাসন সর্বদাই কাজ করে যাচ্ছে। এর ভেতর দিয়েই ঘটছে এ সকল নির্বাচন সহিংসতার ঘটনা।
অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীরা নৌকার প্রার্থীর ওপর হামলা করছে ।
পাল্টা অভিযোগ নৌকার প্রার্থীরা পরাজয় হবে বলে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে প্রচার প্রচারণার অফিস ভাঙচুর করে দায় চাপানোর চেষ্টা করছেন।