নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা কৃষকলীগ ও জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে সার ব্যবসায়ী মেসার্স হাসানুজ্জামানের ডিলারশিপ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
চাহিদা অনুযায়ী নড়াইলে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও হাসান সিন্ডিকেট নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করছে।
নড়াইল জেলা কৃষক লীগ ও জেলা মৎসজীবী লীগের আল্টিমেটাম অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে হাসানুজ্জামানের সারের ডিলারশীপ বাতিল কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিশকাতুজ্জামান (লিটু) প্রমুখ।