নড়াইল প্রতিনিধি:
নড়াইলের উজিরপুরে কিষাণ অ্যাকুমুলেটরস প্রাইভেট লিমিটেড কোম্পানির শ্রমিক ছাটাই ও বকেয়া বেতন না দেয়ায় শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জিম সাজেদুর রহমানকে অভিযুক্ত করছেন ভুক্তভোগীরা।
১১ ডিসেম্বর বিকাল ১১ টায় নড়াইল সদর পৌর এলাকার উজিরপুরে অবস্থিত ব্যাটারি কোম্পানি কিষাণ অ্যাকুমুলেটরস কোম্পানির অনিয়মের সরেজমিনের তদন্ত করেছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম। এ সময় তিনি অনিয়ম-দুর্নীতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন।
ওই কোম্পানির শ্রমিক রাজু চৌধুরী জানান, আমরা অনেকেই এই কোম্পানির শুরুতে কাজ করলেও এখন পর্যন্ত কোন সুযোগ-সুবিধা পাইনি। এমনকি প্রতিমাসের বেতন নির্ধারিত দিনে দেয়া হয় না। বেতন পেতে অপেক্ষা করতে হয় ২৭/২৮ তারিখ পর্যন্ত। এ অবস্থায় কোন নোটিশ বা ঘোষণা ছাড়াই আমাদের অনেকেরই বাদ দেয়া হয়েছে।
শ্রমিক শোয়েব আশ্রাফ বলেন, নিয়ম কানুন ছাড়াই চলছে কোম্পানির কার্যক্রম। কোম্পানির জিএম সাজিদুর রহমানের ইচ্ছা ও খাম খেয়ালিপোনার কারণে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছেন বলেও অভিযোগ করেন এই শ্রমিক।
শ্রমিক আলাউদ্দিন, দীর্ঘদিন কোম্পানিতে কাজ করেছেন। গত ১০ ডিসেম্বর মিলের দুর্ঘটনায় ডান পা পুড়ে যায়। কোম্পানির জিএম কে বিষয়টি জানালে তিনি বলেন-তোমার নিজ খরচে চিকিৎসা করাও, এর দায় কোম্পানির না।
কোম্পানির হিসাবরক্ষক সোহেল চক্রবর্তী ও কর্মকর্তা শানু ও স্টাফ শ্যামল অভিযোগ অস্বীকার করেন।