চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পটল বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা কেজি দরে। ঈদের ছুটির শেষে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা কম আসায় এবং চাহিদা কম থাকায় এ ক্ষতির মুখে পড়েছেন পটল চাষিরা। এর আগে গত ৩১ মে চৌগাছা বড় কাঁচা বাজারে ৪ টাকা কেজি দরে পটল বিক্রি হয়েছিল বলে জানা গেছে। তবে পাইকারি বাজারের মধ্যে অবস্থিত খুচরা বাজারে একই পটল ২০ থেকে ২৫ টাকা এবং ২০০ মিটার দূরের চৌগাছা খুচরা কাঁচাবাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
শুক্রবার (২১ জুন) চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজার এবং চৌগাছা খুচরা কাঁচাবাজারে গেলে এই দামে পটল বিক্রি হতে দেখা যায়।
বাজারের আড়ৎদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে বিপুল পরিমাণ পটল নিয়ে আসেন চাষিরা। সুযোগ বুঝে এবং ঈদের পরে বাজারে (ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালি মোকামে) চাহিদা কম থাকার দোহাই দিয়ে বাইরের ব্যাপারিরা (চৌগাছা থেকে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, নোয়াখালি, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে সবজি বিক্রেতা) পটল কম মূল্যে ক্রয় করে থাকেন। সকালের দিকে পটল ১০-১১ টাকা কেজি বিক্রি হয়, সেই পটলই জুম্মার আগে ও পরে ৫ থেকে ৬ টাকা কেজি দরে কিনতে থাকেন ব্যাপারিরা। পচনশীল কাঁচা সবজি হওয়ায় কৃষকরা ব্যাপারিদের দেয়া দামে বিক্রয় করতে বাধ্য হন।
তারা জানান, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে প্রায় ১০০ ট্রাক পটল পাইকারি বিক্রি হয়েছে। যার এক ট্রাকে প্রায় ৩৫০ মণ পটল লোড হয়।
চৌগাছা বড় কাঁচাবাজারের আড়ৎদার মুকুল হোসেন জানান, সারাদিনে আমার আড়তে চার হাজার ১৩৩ কেজি পটল বিক্রি হয়েছে। ১১ টাকা থেকে বিক্রি শুরু করে শেষে ৯ টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছি।
মুকুল হোসেন বলেন, দুপুরের দিকে যারা পটল এনেছেন তারা খুব ভালো মানের পটলও ৫ থেকে ৬ টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হয়েছেন। ঈদের পর বাজারে চাহিদা কম থাকায় ব্যাপারিরা কম দামে পটল ক্রয় করেছেন।
বাজার দরের পার্থক্যের বিষয়ে তিনি বলেন, ব্যাপারিদের চাহিদামতো আগেই ক্রয় শেষ হয়ে যাওয়ায় পরে ভালো পটলও কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন চাষিরা।
তিনি বলেন, তবে আজকের বাজারে ইরিকচুর চাহিদা ও দাম বেশি ছিলো। সারাদিনে ইরিকচু (মুখিকচু/সারোকচু) এক হাজার ৮৭২ কেজি বিক্রি করেছি। সর্বনিম্ন ৫৫ থেকে সর্বোচ্চ ৫৮ টাকা ৫০ পয়সা কেজি দরে বিক্রি হয়েছে বলেও জানান তিনি।
চৌগাছার হাজরাখানা গ্রামের কৃষক ফজলুর রহমান এক বিঘা (৩৩ শতক) জমিতে পটল চাষ করেছেন। শুক্রবার তিনি ১০ কাঠা জমির পটল তুলে বাজারে নিয়ে আসেন। তিনি ৮ মণ পটল ১০ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছেন। ফজলুর রহমান বড় বাজারের আড়ৎদার আব্দুল মান্নানের আড়তে পটল বিক্রি করেন।
আড়ৎদার আব্দুল মান্নান বলেন, প্রথম দিকে ১০-১১ টাকা করে বিক্রি করেছি। তবে যারা পরে এনেছেন তারা ৫-৬ টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, মৌসুমের এ সময়ে কচু, ঝিঙে, চিচিঙ্গাসহ অন্যান্য সবজি বাজারে এসে যাওয়ায় পটলের চাহিদা কিছুটা কম থাকে। তবে এতো কম না। ঈদের পর বাজারের চাহিদা কিছুটা কম থাকায় বাজারে পটলের দাম কমেছে।
চৌগাছা থেকে চট্রগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীতে পটল বিক্রেতা (ব্যাপারি) নারায়ণ চন্দ্র বলেন, মার্কেটে পটলের চাহিদা কিছুটা কম, এজন্য দাম কম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণ পটলের চাষ হয়েছে। ঈদের পর বাজারে চাহিদা কম থাকায় হঠাৎ করে পটলের দাম কমে গেছে। তবে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেনো ন্যায্য মূল্য পায় সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।
