নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের জিরো পয়েন্ট মোড়ে সামাজিক সচেতন সংস্থা (সাসস) আয়োজন করল পথচারী ও রিকশাচালকদের জন্য ফ্রি তরমুজ ভোজ। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০০ জনেরও বেশি মানুষকে পরিবেশন করা হয় ঠান্ডা, রসালো তরমুজ।
প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের জন্য এ আয়োজন এনে দেয় একটুখানি প্রশান্তি ও আনন্দ। প্লেটে করে সাজানো তরমুজ খেতে আসা মানুষদের খোসা ফেলতে রাখা হয় পলিথিন ব্যাগ, যাতে পরিবেশ পরিষ্কার থাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম, সভাপতি হাবিবুর রহমান, নির্বাহী সদস্য কাজী সায়েম, মেহেদি হাসান টনি, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান সোহান, সদস্য অনিক হোসেন শুভসহ আরও অনেকে।
