নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতুর দিয়ে যশোর থেকে পরিবহন চলাচল শুরু করেছে রোববার থেকে। সোহাগ, হানিফ ও গ্রিনলাইন পরিবহনের ১১টি বাস যশোর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে।
সোহাগ পরিবহন যশোরের ম্যানেজার পলাশ কুমার ঘোষ জানান, গতকাল বেনাপোল থেকে যশোর হয়ে পদ্মা সেতু দিয়ে রাজধানীর মালিবাগের উদ্দেশ্যে ছেড়ে গেছে তিনটি নন এসি কোচ। এদিন এসেছে চারটি কোচ। রোববার বেনাপোল থেকে সকাল ৯টায়, সাড়ে ১০টায় ও রাত ৯টার সময় ছেড়ে গেছে। বেনাপোল থেকে যশোর হয়ে ফরিদপুরের ভাঙ্গা দিয়ে পদ্মা সেতু পার হয় পরিবহনগুলো। কেননা নড়াইলের কালনা সেতু চালু না হওয়ায় এই বিকল্প ব্যবস্থা।
হানিফ পরিবহন যশোরের ম্যানেজার তছলিম উদ্দিন জানান, যশোর থেকে পদ্মা সেতু হয়ে একমাত্র চট্টগ্রামের কোচগুলো চলাচল করছে। প্রথম দিনে যশোর থেকে ছেড়ে গেছে সন্ধ্যা সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায়। এছাড়াও চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশ্যে আসে বিকেল সাড়ে ৪টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায়।
গ্রিনলাইনের যশোরের ম্যানেজার সুব্রত ঘোষ জানান, আমাদের ৫টি এসি পরিবহন বেনাপোল থেকে ছেড়ে গেছে। বেনাপোল থেকে ১৫শ টাকা এবং যশোর থেকে ১৩শ টাকা দিয়ে যাত্রীদের যেতে হবে। আপাতত পরিবহনগুলো ফরিদপুর হয়ে যাবে। এতে মাগুরার কিছু যাত্রী পাওয়া যাবে।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, পদ্মা সেতুর উপর দিয়ে পরিবহনগুলো গতকাল থেকে চলাচল শুরু করেছে। গাড়িগুলোকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে যেতে হচ্ছে কালনা সেতু না হওয়ার কারণে।