ঢাকা অফিস
আজ বৃহস্পতিবার, হিজরি সনের ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। অন্ধকার যুগ থেকে মানবসমাজকে আলোর পথ দেখাতে মহান আল্লাহতায়ালা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন। দিনটি মুসলমান ধর্মাবলম্বীদের জন্য একই সঙ্গে আনন্দ ও বেদনার দিন। ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়াল তারিখেই মুহাম্মদ (সা.) ইন্তেকাল করেন।
হজরত মুহাম্মদ (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন। প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে তিনি বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি সত্যবাদিতা ও সততার প্রতীক হয়ে উঠেছিলেন। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থাপন করেছিলেন অনন্য নজির। ক্ষমাশীলতা, বিনয়, দানশীলতা, সহিষ্ণুতার জন্য তিনি মহামানব হিসেবে স্বীকৃতি লাভ করেন। শুধু আধ্যাত্মিক শিক্ষা নয়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠারও অগ্রদূত ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র মদিনা কল্যাণ রাষ্ট্রের প্রথম উদাহরণ।
মুসলমান ধর্মাবলম্বীদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশেষ মর্যাদায় সারা পৃথিবীর মুসলমানরা এই দিন পালন করে থাকে। বাংলাদেশে এ দিন সাধারণ ছুটি থাকে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।
যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। রাসুলের (সা.) সম্মানে কুরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নফল নামাজ আদায় ও রোজা রাখেন অনেকে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এর অংশ হিসেবে গতকাল থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পবিত্র কুরআনখানি, দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।