আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হবে না এবং এ কারণেই তিনি যুদ্ধে আরও বেশি করে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস।
তবে তিনি বলছেন, প্রেসিডেন্ট পুতিন যুদ্ধের দিকে বেশি মনোযোগী হলেও কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রোববার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সময় শনিবার সিআইএ পরিচালক বলেন, কিয়েভ দখলে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যর্থতা এবং বর্তমানে যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইন দক্ষিণ-পূর্ব ডনবাস অঞ্চলে অগ্রগতি অর্জনে রুশ সেনারা সংগ্রাম করছে। তা সত্ত্বেও রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের বাহিনীকে পরাজিত করতে পারে বলে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেননি প্রেসিডেন্ট পুতিন।
বার্নস একটি সম্মেলনে বলেন, মূল যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও ইউক্রেনীয় প্রতিরোধকে ভূলুণ্ঠিত করার বিষয়ে রাশিয়ার ক্ষমতা নিয়ে পুতিনের বিশ্বাস সম্ভবত একটুও নড়েনি। সিআইএ পরিচালকের ভাষায়, ‘আমি মনে করি পুতিন এমন একটি মানসিক অবস্থার মধ্যে রয়েছেন যেখানে তিনি (পুতিন) বিশ্বাস করেন না যে তিনি (ইউক্রেন যুদ্ধে) পরাজিত হতে পারেন।’
মার্কিন গোয়েন্দা সংস্থার এই প্রধান বলছেন, একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন ইস্যুতে বছরের পর বছর ধরে ‘উদ্বেগের’ মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন।