নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন জেলায় পরিচয় বদলে সাত বছর পলাতক থাকার পর সাতক্ষিরা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামিম হোসেনকে আটক করেছেন র্যাব ৬ যশোরের সদস্যরা। শনিবার মধ্যরাতে সাতক্ষীরা বিনাপোতা তালতলা এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়। আটকৃত আসামি শামিম হোসেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাসিন্দা।
শনিবার সকালে র্যাব ৬ যশোর সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান সংবাদ সম্মেলনে জানান, গত ২০১২ সালের এপ্রিল মাসে আসামি শামিম হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনা বটিয়গাটা থানা পুলিশ গ্রেফতার করে এবং আসামীর নামে খুলনা বটিয়াগাটা থানায় একটি মাদক মামলা করা হয়। পরে আদালত থেকে উক্ত মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক কারবার পুনরায় চালু করে। মামলার বিচার শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামি শামিম হোসেনকে যাবজ্জীবন সাজা সহ বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে সে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামির অবস্থান নিশ্চিত হলে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ৫শ’ শয্যার হাসপাতাল
১ Comment
Pingback: প্রতারণা পথ বদলিয়েছে আলোচিত সুমন তানভীর