নিজস্ব প্রতিবেদক
যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিষ্ফোরণে অরুপ সর্দার (৭) নামে এক শিশু জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শহরের ষষ্ঠিতলায়। সে ওই এলাকার পিটিআই স্কুল সংলগ্ন এলাকার বিনোদ সর্দারের ছেলে।
আহত অরুপের বাবা বিনোদ জানান, সকালে অরুপ বাড়ির পাশের পুকুর পাড়ে একটি বোমা সাদৃশ্য বস্তুু কুড়িয়ে পেয়ে তা নিয়ে খেলা করছিলো। এ সময় সেটি বিকট শব্দে বিষ্ফোরণ হয়। পরে পরিবারের অনান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখে বোমা বিস্ফোরিত হয়ে তার হাতের আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। এসময় তারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, এ ঘটনায় ওই শিশুর বাম হাতের বৃদ্ধা ও তর্জনী আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সে আশংকামুক্ত থাকায় জরুরি চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।