নিজস্ব প্রতিবেদক
যশোরে লোকাল বাসের ভাড়া দেয়া নিয়ে তুচ্ছ ঘটনায় অফিস, বাস ও সিসি ক্যামেরা ভাঙচুর, কম্পিউটার এবং টাকা লুটের ঘটনায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি পূরণ দাবি করেছে বাস, মিনি বাস মালিক সমিতি ও পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রোববার (২৫ আগস্ট) জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করে এই দাবি জানানো হয়। বিষয়টি পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট সন্ধ্যার পরে যশোর পুরাতন বাস স্ট্যান্ড মণিহার এলাকায় বাস ভাড়া নিয়ে সুপার ভাইজারের সাথে তর্কবিতর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে ছুরিকাঘাতের পর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৩ আগস্ট এক নারী যাত্রী লোকাল বাসে যশোরের মণিহার বাসস্ট্যান্ডে নামেন। কিন্তু তার আগে ভাড়ার টাকা নিয়ে ওই যাত্রীর সাথে কথা কাটাকাটি হয় সুপার ভাইজারের। এরই জের ধরে মণিহারে অবস্থান করা ওই যাত্রীর ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ তাহমিদ বাধন ও তার সহযোগী তপু লোকজন নিয়ে হামলা করেন পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অফিসে। সেখানে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আবার ২৫টি বাস ভাঙচুর করে। এতে করে পরিবহন সেক্টরে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফলে ক্ষতিপূরণের দাবিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সাথে বৈঠক করেন পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন, বাস মালিক সমিতি, মিনি বাস মালিক সমিতি, খাজুরা বাস মালিক সমিতি ও যশোর মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এরপরই ওই নেতারা বৈঠকে বসেন জেলা প্রশাসকের সাথেও। জেলা প্রশাসনের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনাকালে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দেয়া হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ
- যশোরে ছুরিকাঘাতে মুসলিম একাডেমির দুই ছাত্র আহত
- রানীরা কাউকে অনুসরণ করে না : অপু বিশ্বাস
- গাজায় জাতিসংঘের ১০টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল
- শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
- অভয়নগরে ২ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
- যশোরে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্য, স্বেচ্ছাসেবক দল নেতা, চালকসহ ৪ জনের
- যশোর খড়কির আসাদুল হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট
- যশোরে নিরব চাঁদাবাজি, যানজট, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি