নিজস্ব প্রতিবেদক: লিথিয়াম ব্যাটারির যুগে প্রবেশ করলো বাংলাদেশ। পরিবেশ বান্ধব ও সময়োপযোগী এই লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারজাত করছে দেশের পরিবহন জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান গাঙচিল গ্রুপ। শনিবার যশোরের অভিজাত হোটেল ওরিয়নে বাজারজাতকরণের উদ্বোধন করেন গাঙচিল গ্রুপের কর্ণধার মিজানুর রহমান খানের মাতা মনোয়ারা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, মোটরপার্টস ব্যবসায়ী কাসেদুজ্জামান সেলিম, মশিয়ার রহমান, যশোর বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, গাঙচিল গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান খান ও ফজলুর রহমান খান, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, আশরাফুজ্জামান, মোটর ম্যাকানিক্স নওশাদ আলী, মাসুম শেখ প্রমুখ।
উদ্যোক্তা গাঙচিল গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান খান জানান, আধুনিক প্রযুক্তির এই লিথিয়াম আয়ন ব্যাটারি অত্যাধুনিক জাপানি প্রযুক্তি ও চায়না প্যাট্যানের সংমিশ্রনে বাংলাদেশে যাত্রা শুরু করেছে গত প্রায় ৩ বছর আগে। যা ছিল পরীক্ষামূলক বাজারজাতকরণ কার্যক্রম। গত ৪ বছরের পরীক্ষা নিরীক্ষার পর সম্পূর্ণ ত্রুটিমুক্ত পরিবেশ বান্ধব এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে আজ থেকে সারা বাংলাদেশে এই লিথিয়াম আয়ন ব্যাটারির বাজারজাতকরণ কার্যক্রম শুরু হলো। গত ৪ বছরের বাজারের অভিজ্ঞতা নিয়ে আমরা প্রতিটি
গাঙচিল গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান খান জানান, ব্যাটারির লাইফ টাইম নির্ধারণ করেছি ৪ বছর। এর মধ্যে প্রথম ২ বছরের সম্পূর্ণ বদলিজনিত ওয়ারেন্টির গ্যারান্টি দিচ্ছি আমরা। বাজারে প্রচলিত অ্যাসিড নির্ভর ব্যাটারি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এই অ্যাসিড যুক্ত ব্যাটারির ব্যবহার শুধু বাংলাদেশ নয় সারা বিশে^ নিষিদ্ধ করা হবে। আমরা গাঙচিল গ্রুপ মেডইন বাংলাদেশ এই ব্র্যান্ডে এই লিথিয়ামযুক্ত ব্যাটারি একদিন বাংলাদেশসহ সারা বিশে^ রপ্তানির টার্গেট নিয়ে একটু আগে ভাগেই বাজারে চলে আসলাম। গাড়ির মালিক, চালক ও টেকনিশিয়ানদের প্রতি আমাদের আহবান পরিবেশ বাঁচান, লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করুন। শেষে পরিবেশক ও টেকনিশিয়ানদের মধ্যে সনদপত্র ও উপহার সামগ্রী এবং সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।