নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে চৌগাছা ক্রিকেট ক্লাব। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে তারা সূর্য শিখাকে ৬ উইকেটে হারিয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে। এর আগে দিনের প্রথম ম্যাচে বেনাপোল ক্রিকেট একাডেমি ৬৯ রানে নব দিশারী ক্রীড়া চক্রের বিপক্ষে জয় পেয়েছে।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৫০ রান করে বেনাপোল ক্রিকেট একাডেমি। পরে ব্যাট করতে নেমে শেষ ওভারে অল আউট হওয়ার আগে ১৮১ রান করে নব দিশারী ক্রীড়া চক্র।
বেনাপোলের মাসুদ রানা ২৯ বলে ছয়টি চার ও পাঁচটি ছয়ে ৫৭, হাবিব ৫৯ বলে আটটি চার ও ছয়টি ছয়ে ৮৬, নাসির ২৩ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৮, সিয়াম ১৪ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৮, সুমন ১৫ বলে চারটি চার ও তিনটি ছয়ে অপরাজিত ৪২ রান করেন। বল হাতে নব দিশারীর লাবিব ২৮ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ইমরান, রিফাত, মাসুদ ও আবির।
নব দিশারীর সাহিল ২৮ বলে পাঁচটি চার ও দু’টি ছয়ে ৩৯, অরন্য ১৯ বলে তিনটি চার ও দু’টি ছয়ে ২৯, মুস্তাইন বিল্লাহ ২৪ বলে একটি চার ও দু’টি ছয়ে ২৩, তুষার ১২ বলে একটি চার ও দু’টি ছয়ে ১৭, রিফাত ২৫ বলে একটি চার ও ছয়ে ২৪ রান করেন।
বল হাতে বেনাপোলের ইনামুল ৩৫, মুন্না ২৬ ও নাসির দুই রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মুন, সুমন ও সোহেল।
দিনের অপর ম্যাচে সূর্য শিখা টস জিতে ব্যাট করতে নেমে ২৫ ওভারে আট উইকেট হারিয়ে ১৯০ রান করে। জবাব দিতে নেমে ২০ ওভার পাঁচ বল শেষে ছয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে চৌগাছা ক্রিকেট একাডেমি।
সূর্য শিখার বাদল ২৮ বলে তিনটি চারে ২৩, পরশ ৩৮ বলে আটটি চার ও একটি ছয়ে ৫৫, মাসুম ১২ বলে একটি চার ও ছয়ে ১৫, হাসান ২৬ বলে তিনটি চারে ২৮, শাওন আট বলে একটি চার ও ছয়ে ১৬ ও হাসিব নয় বলে একটি চার ও ছয়ে অপরাজিত ১৬ রান করেন।
বল হাতে চৌগাছা ক্রিকেট একাডেমির সিন ৪০ বলে তিনটি চার ও দু’টি ছয়ে ৩৬, লিমন ৪০ বলে নয়টি চার ও চারটি ছয়ে ৬৩, জনি ১৬ বলে দু’টি চার ও তিনটি ছয়ে ২৯, সোহাগ ১৭ বলে তিনটি চার ও একটি ছয়ে ২১ ও পারবন নয় বলে একটি চার ও তিনটি ছয়ে ২৭ রান করেন।
বল হাতে সূর্য শিখার পরশ ৩৩ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন অন্তর ও শাওন।