রায়হান সিদ্দিক
হিংসা নয়, প্রেমেই মানুষের মুক্তি এই বার্তার মধ্য দিয়ে ১২ দিনব্যাপী যশোর আন্তর্জাতিক নাট্য উৎসবের পর্দা নামলো। গত ১২ জানুয়ারি থেকে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে এ নাট্যৎসবের আয়োজন করে থিয়েটার ক্যানভাস। এই আয়োজনে ভারত-বাংলাদেশের ১২টি দল অংশগ্রহণ করে।
সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে মনিপুরী থিয়েটারের জনপ্রিয় নাটক কহে বীরাঙ্গনার ৯৩ তম মঞ্চায়নের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে নাট্য উৎসবের। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ রূপায়িত নাটকটিতে চারটি পর্বে চার পৌরাণিক নারী শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা ও জনা-র বিরহ, প্রেমজনিত ঈর্ষা, ক্ষমা ও প্রতিশোধ স্পৃহার বহুমাত্রিক রূপ প্রকাশ করা হয়েছে। এক ঘণ্টার নাটকটিতে একক অভিনয় করেছেন এ সময়ের সেরা মঞ্চ অভিনেত্রী জ্যোতি সিনহা। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশীস সিনহা।
নারীর বিরহ, ঈর্ষা, শান্তি ও বিদ্রোহ তুলে ধরা হয়েছে নাটকটিতে; যার মূল কথা উঠে আসে হিংসা নয়, প্রেমেই মানুষের মুক্তি। মহাভারতের এই চার নারীর স্বামীকে লেখা চিঠিই নাটকের মূল উপজীব্য। কাব্যকে অক্ষুন্ন রেখে শারীরিক ও বাচিক অভিনয়ের মিশেলে নাটকটি তৈরি করা হয়েছে। নাটকটির ভাষা বাংলা। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে মণিপুরি বাদ্য, তাল ও নৃত্যভঙ্গি।
১২ দিনের এই উৎসবে ‘জয়তুন বিবির পালা’, ‘নিত্যপুরাণ’ ‘প্রার্থিনী’ ‘হাছনজানের রাজা’ ‘উজানে মৃত্যু’ ‘লালসালু’ ‘কোথায় জলে মরাল চলে’, ‘পুণ্যাহ’, ‘শোধ’, ‘সার্কাস সার্কাস’ এর মতো জনপ্রিয় নাটক মঞ্চস্থ হয়।
ক্যানভাস থিয়েটারের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে গর্জে ওঠার অন্যন্য শক্তি আছে নাটকের মধ্যে। থিয়েটার চর্চা মানুষকে পরিশুদ্ধ হতে সাহায্য করে। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা মানুষগুলো সব সময় দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করে। তরুণ প্রজন্মকে মৌলবাদী অপশক্তির হাত থেকে বাঁচাতে হলে সাংস্কৃতিক অঙ্গনকে আরও বিস্তৃত করতে করতে হবে। উৎসবের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি এই বার্তা পৌঁছে দিতে।
নাট্যেৎসবের আহ্বায়ক আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন, এমএম কলেজ যশোরের অধ্যাক্ষ মর্জিনা আক্তার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম তরফদার, তির্যক যশোরের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপংকর দাস রতন, অভিনেতা সমু চৌধুরী ও শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
সর্বশেষ
- লেখনিতে মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন রুকুনউদ্দৌলাহ্
- দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে পণ্য আমদানিতে ধস, রাজস্ব নেমে অর্ধেকে
- জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার
- দল গঠনের নাটকীয়তা ছাপিয়ে জয়ে চোখ যশোরের
- চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার
- ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক, নিহত ৯
- সালমানের পর এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি, আতঙ্কে বলিউড
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নারী-পুরুষ আটক
১ Comment
Pingback: প্রেমিকের সাথে দেখা করতে এসে প্রেমিকার মৃত্যু, পুলিশ হেফাজতে - দৈনিক কল্যাণ