কল্যাণ ডেস্ক: শাসনকাঠামো পরিবর্তনে বিএনপির ২৭ দফা রূপরেখা তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, পর পর দু’বারের বেশি কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে পারবেন না।
সোমবার (১৯ ডিসেম্বর) গুলশানের ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এই রূপরেখার ঘোষণা দেন তিনি।
এসময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ক্ষমতায় গেলে শাসনকাঠামোর পরিবর্তন আনবে বিএনপি। চালু করা হবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। সংস্কার করা হবে বর্তমান সরকার প্রণীত সংবিধান। বাতিল করা হবে ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) ও ডিজিটাল সিকিউরিটি আইন।
আরও পড়ুন: বিএনপির ৫ এমপির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে : স্পিকার