আন্তর্জাতিক ডেস্ক: আবারও পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়জয়কার। এবার রাজ্যটির তিনটি গুরুত্বপূর্ণ সিটি করপোরশেন এবং একটি পৌরসভার ভোটে বিজেপিকে পরাস্ত করেছে মমতার দল। যদিও প্রহসনের নির্বাচন দাবি করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিজেপি।
গত কয়েক দিনে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে রাজ্যজুড়ে তুমুল আলোচনা-সমালোচনায় ছিল তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই সোমবার খানিকটা স্বস্তি পেল দলটি। তিনটি সিটি করপোরেশন ও একটি পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়ে আপ্লুত তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয় ভোটারদের উৎসর্গ করে নির্বাচিতদের আরও দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন কলকাতা লাগোয়া বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল সিটি করপোরেশন এবং চন্দননগর পৌরসভা সবগুলোতেই নিজেদের জয় নিশ্চিত করে তৃণমূল, সবচেয়ে বড় জয় রাজ্যটির উত্তরের রাজধানী বলে পরিচিতি শিলিগুড়ি সিটি করপোরেশনে।
সোমবার সকাল ৮টা থেকে গণনা শুরু হতেই জয়ের খবর আসতে শুরু করে। তৃণমূল কর্মী সমর্থক এবং নেতৃত্ব জয়ের উল্লাসে ফেটে পড়েন। যদিও বিজেপি বলছে, প্রহসনের ভোট ছিল। তাই তারা এই ফল প্রত্যাখ্যান করে আদালতের দারস্থ হওয়ার ঘোষণা করেছে।
গত ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়। ভোটে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। চলতি মাসের ২৭ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে আরো ১০৮টি পৌরসভার ভোট রয়েছে।