কল্যাণ ডেস্ক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ লোকটি রেল লাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিক ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয় বলে জানান ওসি।
আরও পড়ুন: বিস্ফোরিত ভবন থেকে আরো দুই মরদেহ উদ্ধার