নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের একাধিকবারে চ্যাম্পিয়ন যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়। তবে বিভিন্ন কারণে পাঁচ বছর পর অংশগ্রহন থেকে বিরত ছিল বিদ্যালয়টি। পাঁচ বছর পর ফিরেই বড় জয় পেয়েছে বিদ্যালয়টি। বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে ২৫২ রানে বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহকে পরাজিত করে।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩৪৩ রান করে মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ২৩ ওভার এক বলে ৯১ রানে গুটিয়ে যায় ঈদগাহ বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের দলীয় ইনিংস।
ব্যাট হাতে প্রিপারেটরী স্কুলের আবু বক্কর নয় বলে দুই, অর্পন ব্যানার্জী ৬৮ বলে দু’টি চারে ২৫, আরিয়ান রহমান ২৩ বলে ১৭, মাহামুদুল মাহিন ৫৪ বলে ছয়টি চারে ৪০, তৈরাফ মাহিন ৮১ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৯২, অর্নব বিশ্বাস ১৬ বলে একটি চার ও ছয়ে ১৭, সিয়াম আহমেদ ১৯ বলে চারটি চার ও দু’টি ছয়ে ৩৯, তুর্য সমার্দার ছয় বলে পাঁচ, মাহিবী ১০ বলে একটি চারে ছয়, ইমরোজ মাহাদী ১০ বলে একটি চারে অপরাজিত ১৩ ও আশানুর রহমান সাত বলে অপরাজিত চার রান করেন।
বল হাতে ঈদগাহ বাদশাহ ফয়সলের রামিম হোসেন ৫৮, ইমন হোসেন ৮৬ ও সাকিন সরকার ৭৮ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাদাফ অয়ন ও সোয়াইব।
ঈদগাহ বাদশাহ ফয়সল স্কুলের সোয়াইব ২৮ বলে পাঁচটি চারে ২৯, জুবায়ের তিন বলে শূণ্য, ইমন হোসেন ছয় বলে একটি চারে চার, রোহানুল ইসলাম ২৩ বলে চার, সাকিন সরকার ৪২ বলে তিনটি চারে ২৯, মাহামুদুল ইরফান ১২ বলে পাঁচ রান করেন। এছাড়া শূণ্য রানে আউট হয়েছেন রামিম হোসেন, জাহিদুল সজিব, রাকিব ইকবাল, জিসান ও সাদাফ অয়ন।
বল হাতে প্রিপারেটরী স্কুলের তৈরাফ মাহিন ২১ রানে পাঁচটি, তুর্য সমার্দার ১০ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সিয়াম আহমেদ, মাহি ও অর্পন ব্যানার্জী।
