নিজস্ব প্রতিবেদক: যশোরের ৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়ানস্টিকে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার অভিযানকালে একটি হাসপাতাল বন্ধ ঘোষণা ও তিনটিকে ১৪ কর্মদিবসের মধ্যে যাবতীয় কাগজপত্র ঠিক করতে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। শুধুমাত্র লেজার আই কেয়ারের সার্বিক অবস্থা ভালো দেখেছেন কর্মকর্তারা।
যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল জানান, গতকাল সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ শহরের আড়াইশ শয্যা হাসপাতাল মোড়ে অবস্থিত মৈত্রী হাসপাতাল, আধুনিক হাসপাতাল, অ্যাপোলো, মেডিল্যাব ও লেজার আই কেয়ার হাসপাতালে পরিদর্শনে যান। এর মধ্যে মৈত্রী হাসপাতালের কোন কাগজপত্র না থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে। লেজার আই কেয়ারের অবস্থা ভালো পাওয়া গেছে। বাকি তিনটিকে ১৪ কর্মদিবস সময় বেঁধে দেয়া হয়েছে। এসময়ের মধ্যে স্বাস্থ্যবিভাগের নিয়ম কানুন না মানলে ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শন টিমে সিভিল সার্জনের সাথে ছিলেন ডাক্তার নাসিম ফেরদৌস, রুমানা আক্তার প্রমুখ।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল দৈনিক কল্যাণে যশোরের বেসরকারি হাসপাতল নিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা শিরোনামে সংবাদে প্রকাশ করা হয়। এরপর জেলা স্বাস্থ্যবিভাগ নড়েচড়ে বসে।