পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা পুলিশের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (নিঃ) রফিকুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ তামিলকারী অফিসার এসআই (নিঃ) কে এম সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার খুলনা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান(পিপিএম-সেবা) সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অক্টোবর মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসের তুলনামূলক অপরাধ বিবরণীর পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং শ্রেষ্ঠ অফিসারদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্রসহ আর্থিক পুরষ্কার তুলে দেন।
এছাড়াও খুলনা ট্রাফিক শাখা থেকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন টিএসআই আব্দুল মান্নান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে ওসি রফিকুল ইসলাম এর আগে চার বার নির্বাচিত হন।