পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কচ্ছপসহ এক বিক্রেতাকে আটক করে উদ্ধারকৃত কচ্ছপ জলাশয়ে অবমুক্ত এবং বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মনোরঞ্জন মন্ডল (৫৫) অন্য এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে এলাকায় বিক্রি করছিল।
এ খবর জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ২১টি কচ্ছপসহ বিক্রেতাকে হাতেনাতে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ২ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত কচ্ছপ সরল খাঁ দীঘিতে অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, এসআই তরিকুল ইসলাম, নিরুপম নন্দি, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, আনসার সদস্য রাকিব ও সচীন।