পাইকগাছা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত কর্তৃক হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পাইকগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। রেজিস্ট্রেশনসহ সকল কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাব-রেজিস্ট্রার দীপংকর দাশ, অফিস সহকারী জিনায়েত হোসেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গাজী বজলুর রহমান,
মোহরার মিলন কান্তি রায়, নাজমুজ শাহদাৎ মিলন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, নাজমিন নাহার পিয়া, আক্তার হোসেন, শোয়েবুর রহমান বাবু, কার্তিক মন্ডল, অজয় রায়, গৌতম রায়, মিহির কান্তি রায়, বিশ^জিৎ মন্ডল, পবিত্র মন্ডল, অঞ্জনা রানী, নাসরিন আক্তার, লাবিবা, পার্থ মন্ডল ও সিদ্ধার্থ মন্ডল।
আরও পড়ুন:সুন্দরবনে অবাধে চলছে কাঁকড়া আহরণ