পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভের শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৬টার দিকে উপজেলার ৫ নম্বর সোলাদানা ইউনিয়নের কাকড়াবুনিয়া (জামাইপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। পরে হামলার শিকার ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে গর্ভস্থ শিশুটি মারা যাওয়ার তথ্য নিশ্চিত হয়। এ ঘটনায় শাপলা খাতুনের শাশুড়ি রাজিয়া বেগম পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেন।
দুর্বৃত্তরা শুধু শারীরিক নির্যাতনই করেননি, বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা লুট করেছেন বলে অভিযোগে বলা হয়।
লিখিত অভিযোগে জানানো হয়, ইয়াসিন আরাফাত (২০), নয়ন মোড়ল (২২), তরুণ মুনি (২৩) আরো কয়েকজনকে নিয়ে তাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করেন শাপলা খাতুন। তখন ইয়াসিন আরাফাত তিন মাসের অন্তঃসত্ত্বা শাপলা খাতুনের পেটে লাথি মারেন।
এতে শাপলার তাৎক্ষণিক রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং সেখানে তার গর্ভের শিশুটি মারা যায়। এ হামলায় তার স্বামী শেখ আলি হোসেনও জখম হন। হামলাকারীরা বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং বিছানার নিচে থাকা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে এভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে এবং এর আগেও তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
এদিকে এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের বর্বর ঘটনা ঘটাতে সাহস না পায়।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সঞ্জয় কুমার মণ্ডল জানান, পেটে গুরুতর আঘাতের কারণে গর্ভস্থ শিশুর মৃত্যু ঘটতে পারে।
পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং নিয়মিত মামলা করা হবে।
