পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সার্বিক সহযোগিতা করে ওয়ালটন প্লাজা ও অতিথি মোবাইল কর্ণার।