পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার বিভিন্ন খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সোমবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন বেকারি ও হোটেল রেস্তোরায় এ অভিযান চালানো হয়।
এ সময় সরকারি নিয়মনীতি ও বিধিমালা অনুসরণ না করেই খাদ্য উৎপাদন করায় মডার্ণ বেকারি মালিককে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে এক মাসের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য সময় বেঁধে দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও পেশকার ইব্রাহীম।