পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে চেয়ার ও আসামিদের দাঁড়ানোর কাঠগড়া। বুধবার রাতে কে বা কারা গ্লাস ভেঙে জানালার ফাঁক দিয়ে পেট্রোল বোমা জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করায় অগ্নিকাণ্ড ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এজলাস কক্ষের জানালা দিয়ে নাশকতাকারীরা এঘটনা ঘটিয়েছে। আদালত প্রাঙ্গণে রাতে ডিউটিরত এএসআই সোহেল ও পুলিশ কনস্টেবল মনিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, ডিবিওসি নাছির উদ্দীন, পাইকগাছা থানা (ওসি) ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে।