পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার চিংড়ি চাষি সুখেন সরদারকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খড়িয়া বড়েঙ্গার চক গ্রামের সুখেন সরদারকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুক ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে পানিতে ফেলে রেখে যায়। এলাকাবাসী গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাত পৌনে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে। এ ঘটনায় মৃতের মা অমেলা রানী সরদার মামলা করেছেন। হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।