সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ‘শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি’ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম.এ খালেক প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা শেখ জিল্লুল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, শেখ আমজাদ হোসেন, মাকসুদুর রহমান মুকুল, রোকেয়া মোসলেম উদ্দিন প্রমুখ।