পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ও কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত কর্মশালায় ইউএনডিপি সুন্দরবন অঞ্চলে যে সকল কর্মসূচি বাস্তবায়ন করছে, সেটি স্টেকহোল্ডারদের সামনে তুলে ধরার পাশাপাশি এবং স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক ইকবাল হোসেন। ইউএনডিপির খুলনা অঞ্চলের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন করেন, ইউএনডিপি জিসিএ প্রকল্পের রিজিওনাল প্রোজেক্ট ম্যানেজার অশোক কুমার অধিকারী। কর্মশালার মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল ও উপকূলীয় জনগোষ্ঠীর উন্নয়নের বাঁধা সমূহ চিহ্নিত করা হয় এবং সমস্যা সমাধানে কি কি ধরনের কর্মসূচী গ্রহণ করা যায়, সে সম্পর্কে বিভিন্ন ধরনের স্টেকহোল্ডারদের মতামত ও সুপারিশ সমুহ গ্রহণ করা হয়। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনগোষ্ঠীর ভৌত অবকাঠামোগত সমস্যা সমাধান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন এবং জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ গ্রহণের একটি মাইলফলক হবে বলে কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন।