পাইকগাছা প্রতিনিধি
খুলনা ৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, বৈশ্বিক নানা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। মহামারী করোনা এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিলেও বর্তমান সরকার দেশের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছে। এমপি বাবু বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নির্বাচনী এলাকা এখন উন্নয়নের মহাসড়কে বিরাজ করছে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে কোন এলাকা অবহেলিত থাকবে না। তিনি সোমবার দুপুরে নির্বাচনী এলাকা পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়িয়া, কুমখালী, আমিরপুর, শৈলেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশনের নবনির্মিত বহুতল ভবন এবং ৪৫নং বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শৈলেন্দ্রনাথ সানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দেবপ্রসাদ সানা। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, এএসআই ছাইফুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ঠাকুর দাশ সানা, প্রধান শিক্ষক দীজেন্দ্রনাথ মৃধা, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, জুলি শেখ, মানবেন্দ্র সানা, আকরামুল ইসলাম, দীপংকর মন্ডল, স¤্রাট, শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, নবদ্বীপ কুমার সানা, দেবরঞ্জন মন্ডল, সমীত কুমার মন্ডল, দীলিপ কুমার সানা, সুব্রত সরকার, বিপুল সরকার, সুপর্ণা রানী গাইন, কনিকা ঢালী, হাসনা বানু, কিংকর বৈরাগী, ধ্রুব কুমার মিস্ত্রী, সমীরণ কান্তি মন্ডল, ইউপি সদস্য অচিন্ত সরদার, বিকাশ চন্দ্র মন্ডল, সাবেক ইউপি সদস্য পরিমল চন্দ্র, অনীল কুমার, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ইসমাইল হোসেন।