পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদের কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের জিরো পয়েন্টস্থ নিজস্ব কার্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাবুরাম মন্ডলকে সভাপতি ও জগদীশ রায়কে সাধারণ সম্পাদক করা হয়।
সংগঠনের পৌর কমিটির আহবায়ক বাবুরাম মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষ্ণপদ দাশ। প্রধান বক্তা ছিলেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি অ্যাড. নিমাই চন্দ্র রায়, রণজিত কুমার ঘোষ ও চম্পক কুমার পাল, যুগ্ম সম্পাদক সাধন কুমার ভদ্র ও বিমান সাহা, দপ্তর সম্পাদক এড. তমল কান্তি ঘোষ, কোষাধ্যক্ষ অজিত কুমার হালদার, পূজা বিষয়ক সম্পাদক রমেন্দ্র নাথ সরকার, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. চিত্ত রঞ্জন সরকার, জেলা সদস্য অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ ও অলোক মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন।
পূজা পরিষদের পৌর কমিটির সদস্য সচিব জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কৃষ্ণ পদ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, সাংবাদিক বি সরকার ও ¯েœহেন্দু বিকাশ, দেবব্রত রায় দেবু, অখিল মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, উজ্জ¦ল মন্ডল, পিযুষ সাধু, কে ডি বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, দীপংকর মন্ডল, দীপংকর শীল, দীপক মন্ডল, ত্রিনাথ বাছাড়, কেষ্টপদ মন্ডল। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন জেলা কমিটির সভাপতি কৃষ্ণপদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্তের পরিচালনায় সকলের সর্বসম্মতিক্রমে পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় এবং আগামী ১০ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠনের নির্দেশনা দেন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।