পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত আধুনিকমানের নিজস্ব নতুন ভবনে শুরু হতে যাচ্ছে পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনেই অফিসিয়াল কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সাব-রেজিস্ট্রার মোহায়মেনুর রহমান। নতুন ভবনে ৩০/৪০ বছরের বালাম বই সংরক্ষিত থাকবে এবং এখান থেকেই সাধারণ মানুষ নকল সংগ্রহ সহ কাক্সিক্ষত সেবা পাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেশের ২০টি জেলা রেজিস্ট্রি অফিস ও ৬৩টি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় অত্র উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণকল্পে উপজেলা সদরে ২০১১ সালের দিকে ৩৩ শতক জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত জমিতে আধুনিকমানের দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণ কাজ শেষে ইতিমধ্যে নতুন ভবন বুঝে নেয়ার জন্য জেলা রেজিস্ট্রারকে পত্র দিয়েছে গণপূর্ত বিভাগ। যার আলোকে জেলা রেজিস্ট্ররি চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পাইকগাছা সাব-রেজিস্ট্রারকে পত্র দেন। এদিকে নতুন ভবনটি ব্যবহারের অনুমতি চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১৫ মে জেলা রেজিস্ট্রার বরাবর আবেদন করা হয়েছে। যা অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সকল কার্যক্রম নবনির্মিত নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে বলে সাব-রেজিস্ট্রার মোহায়মেনুর রহমান জানান। তিনি বলেন, এখন থেকে আমাদের সকল কার্যক্রম নিজস্ব ভবনে করতে পারবো। নতুন ভবনের দ্বিতীয় তলায় এজলাস ও রেকর্ড রুম থাকবে, নিতলায় থাকবে দলিল লেখক ও সাধারণ মানুষের বসার স্থান। ৩০/৪০ বছরের প্রয়োজনীয় দলিলাদি সংরক্ষিত থাকবে, সাধারণ মানুষ তাদের কাক্সিক্ষত সেবা পাবে। এ কার্যালয়ের আওতায় ২৫জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
বর্তমান ভাড়া অফিসে জায়গা সংকুলন না হওয়ায় তাদের ভোগান্তি পোহাতে হয়। নতুন ভবনে নতুন ভাবে ব্যাপক উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন বলে জানান প্রথম মোহরার সুনীল কুমার রায় ও নকলনবিস আক্তার হোসেন। দলিল লেখক সমিতির সভাপতি বজলুর রহমান জানান, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আওতায় ৫০ জন দলিল লেখক রয়েছেন। নতুন ভবনের নিচতলায় তাদের বসার সুব্যবস্থা রয়েছে। এখন থেকে এলাকার মানুষকে নকল সংগ্রহ করতে আর খুলনায় যেতে হবে না। কোন ভোগান্তি ও হয়রানি ছাড়াই এখান থেকে নকল সংগ্রহ করতে পারবে।