মারুফ রায়হান, মাগুরা
মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া ও কালিনগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনেও অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পানি উন্নয়ন বোর্ড ফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি (কুষ্টিয়া অঞ্চল) ও ৪ নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল জানান, বেশ কিছুদিন যাবত উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা ও গোলাম হোসেন এবং কালিনগর গ্রামের বাকাদ্দেস মেম্বার পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে মাটি ভরাট করছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি (কুষ্টিয়া অঞ্চল) ও ৪ নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানান। তিনি সরেজমিন তদন্তের জন্য একজন কর্মকর্তাকেও পাঠান এবং কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তার জোগসাজসে পরদিন থেকেই আবার কাজ শুরু হয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত গোলাম হোসেন মোবাইলে জানান, পৈতৃক ৩৬ শতক জমিতে দুই ভাই মাটি ভরাট করেছি। আর এই মাটি ভরাটের জন্য আমাদের জমিতে যাওয়ার প্রয়োজনেই পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ শতক জমিতেও মাটি ভরাট করা হয়েছে। আমরা জমিটি লিজ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেছি।
এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, দ্রুতই দখলকারী বরাবর চিঠি দেওয়া হবে। সেইসঙ্গে সার্ভেয়ার পাঠিয়ে জমি মেপে পানি উন্নয়ন বোর্ডের জায়গা আলাদা করা হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ
- যশোরসহ আরও ১৪ জেলায় নতুন ডিসি
- কর্মসংস্থান ও মাদকমুক্ত শার্শা গড়ার প্রত্যয় মফিকুল হাসান তৃপ্তির
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেশবপুরকে হারিয়ে সেমিতে চৌগাছা
- যশোরে বাসে আগুন : বিপুল, টাকমিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
- যশোরে উৎসবমুখর পরিবেশে ‘লিটন ট্রেডিং’র শো-রুম উদ্বোধন
- পোস্টার নিষিদ্ধ, এখনই সরাতে দলগুলোকে কঠোর হুঁশিয়ারি সিইসির
- সংসদ নির্বাচনের দিনই গণভোট : প্রধান উপদেষ্টা
- যশোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস আটক
