# দুদকের গণশুনানির পর এই সিদ্ধান্ত
# দুই সদস্যের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোরের উর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলীকে অবশেষে পাবনায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক চিঠির মাধ্যমে যশোর অফিসকে অবহিত করেন বাপাউবো’র উপ-পরিচালক গোলাম ফারুক। শুধু বদলি নয় তার বিরুদ্ধে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দপ্তরাদেশে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বাপাউবো ঢাকা অফিসের উপ পরিচালক মু: নুরুল আমীনকে। একই কমিটির সদস্য সচিব করা হয়েছে বাপাউবো’র সিনিয়র সহকারী পরিচালক সাদেকুর রহমানকে।
বদলির আদেশ ও তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার বানার্জী।
প্রসঙ্গত, দৈনিক কল্যাণে যশোর পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন হিসাব সহকারী মহাসিনের দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দৌড়ঝাপ শুরু করেন মহাসিন। কিন্তু ভুক্তভোগীরা দুদকে অভিযোগ করায় তার শেষ রক্ষা হলো না। তাকে যশোর ছাড়তেই হলো।
সূত্র মতে, মহাসিন আলীর বিরুদ্ধে অনিয়মের শেষ নেই। দীর্ঘ প্রায় ১৭ বছর একই স্টেশনে চাকরি করার সুবাদে তিনি কালো টাকার পাহাড় পড়ে তুলছেন। এছাড়া নামে বেনামে ঠিকাদারি প্রতিষ্ঠান চালানোসহ অন্য কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে বেনামে লিখিত অভিযোগ পাঠানা ও খারাপ ব্যবহারের গুরুতর অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। সে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের সাথে জড়িত ছিলো বলে অভিযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ার কারণে অতীতে ক্ষমতার অপব্যবহার করে নিয়ে এ সব অপকর্ম করে গেছেন।
