মাগুরা প্রতিনিধি :
মাগুরা মহম্মদপুরের রাজাপুরে পাওনাদারের কিল ঘুষিতে রতন বসু নামে এক ফল বিক্রতার মৃত্যু হয়েছ।
নিহতের ছেলে হৃদয় বসু জানান, তার বাবার কাছে শহরের মল্লিক ফল ভান্ডার মালিক রনি মল্লিক ব্যবসায়িক লেনদেনের ১ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকার জন্য রনি মল্লিক বিভিন্ন সময়ে চাপ দিয়ে আসছিলেন। তারই জের ধরে শনিবার রাতে রনি মল্লিকসহ আরো ৪/৫ জন বাড়িতে গিয়ে টাকার দাবি করেন। একপর্যায়ে তাদের কিল ঘুষিতে রতন বসু অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
