নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
পাওনা প্রায় ৪২ লাখ টাকা আদায় করতে মণিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার খোজালীপুর গ্রামের আব্দুল কাদের বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি জেলা দায়রা জজ অতিরিক্ত ও অর্থঋণ আদালত যশোরে এ মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে সার্টিফাই কপি পরবর্তী তারিখে দাখিলের আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী বনি আমিন জানান, মামলাটিতে শহীদ মো. ইকবাল হোসেন ছাড়াও হারুন অর রশিদ নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, বিবাদী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মণিরামপুর মৌজার ৩৬৮ খতিয়ানের ১৩৫/২৯৭ দাগের .০৯১ শতক (পাকাভবনসহ) জমি বিক্রির শর্তে বাদী আব্দুল কাদেরের কাছ থেকে চুক্তি মোতাবেক টাকা গ্রহণ করেন। ২০২০ সালের ৩০ জানুয়ারি ১০০ টাকা মূল্যের নন জুডিশিয়্যাল স্টাম্পে (যার নং-৪৪৭২৪১) চুক্তিনামা সম্পাদন হয়। বিবাদী পরবর্তীতে বাদীর জমি বা টাকা ফেরত দেননি। দীর্ঘদিনের বিষয়টি সুরাহা না হওয়ায় আব্দুল কাদের মামলাটি করেছেন।
২ Comments
Pingback: যশোরে দুই বছরে বন্ধ দেড় হাজার খামার
Pingback: যশোরে ট্রাক নিয়ে পালানোকালে আটক ১