আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন ডেপুটি কমিশনার (এডিডিসি) রাজ কুমার থাপা নিহত হয়েছেন।
হিন্দুস্তান টাইমস জানায়, আজ ১০ মে শনিবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে রাজৌরিতে রাজ কুমার থাপার বাসভবনে একটি গোলা আঘাত হানে। বিস্ফোরণের শব্দে তিনি বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণের মধ্যেই ঘরে ফেরেন। ঠিক সেই সময়েই তার ঘরে দ্বিতীয় দফায় একটি গোলা আঘাত করে, যা তার প্রাণহানির কারণ হয়।
ঘটনার পর রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গভীর শোক প্রকাশ করে বলেন, রাজৌরি থেকে ভয়াবহ খবর পেলাম। একজন নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তাকে হারালাম। গতকালই তিনি জেলার গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছিলেন, আর আজ পাকিস্তানি গোলাবর্ষণে প্রাণ হারালেন। আমার দুঃখ প্রকাশের ভাষা নেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর থেকেই সীমান্তবর্তী এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করে নাগরিকদের ঘরে অবস্থান করার অনুরোধ জানায়।