কল্যাণ ডেস্ক: পাগলা গারদ খ্যাত মানসিক হাসপাতালে দুজনের হয় চোখাচোখি। সেটি গড়ায় পছন্দ, প্রেম ও বিয়ে পর্যন্ত। ভারতের চেন্নাইয়ের একটি মানসিক হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
বিবিসির খবরে বলা হয়, নবদম্পতির নাম মাহেন্দ্র ও দীপা। ২০২০ সালের দিকে হাসপাতালে বসে একে অপরকে পছন্দ করতে শুরু করেন তারা। এর কয়েক মাস পরে একে অপরের প্রেমে পড়ে যান। শেষ পর্যন্ত সেই প্রেম গড়ায় বিয়েতে। আর অক্টোবরে এ বিয়ে অনুষ্ঠিত হয় ২২৮ বছরের পুরোনো ঐ মানসিক হাসপাতালে।
তামিলনাড়ুর ঐ মানসিক হাসপাতালের ভেতরে থাকা মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে আসেন রাজ্যের মন্ত্রী ও আইনজীবী।
ঐ মানসিক হাসপাতালের পরিচালক ডাক্তার পূর্ণা চন্দ্রিকা বলেন, ঘরোয়া আয়োজন পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটা তাদের সিদ্ধান্ত ছিল। তাদের এমন সিদ্ধান্তে আমরা খুবই খুশি।
বিয়ের বিষয়ে মাহেন্দ্র বলেন, হাসপাতালে থাকাকালীন দীপাকে দেখে আমার পছন্দ হয়। পরে আমি আমার পছন্দের কথা জানাই। কিন্তু দীপা দ্রুত সিদ্ধান্ত নিতে পারছিল না। সিদ্ধান্ত নিতে আরো কিছু সময় চেয়েছিলেন তিনি।
দীপা বলেন, ছয় মাস পর আমি হাসপাতাল থেকে বাড়ি যাই। এরপর আবার ফিরে এসে মাহেন্দ্রের সঙ্গে দেখা করি। পরবর্তীতে আমি অসুস্থ হলে তিনি আমার যত্ন নেন, যা আমাকে মুগ্ধ করে। এক পর্যায়ে আমি তার প্রতি দুর্বলতা অনুভব করি।
এদিকে বিয়ের পর দম্পতিকে চাকরির প্রস্তাব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শতবর্ষী ১৬ গাড়ি নিয়ে যশোরের মাটিতে ইস্ট হিমালয়ান টিম