নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা সীমান্ত থেকে ভারতে পাচারকালে ২৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জুন) সকাল ১০টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের চালান জব্দ করে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, চৌগাছার কাবিলপুর সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ ভারতে পাচার হওয়ার খবর পেয়ে বিজিবির একটি টহল দল গতকাল সকাল ৯ টায় ওই এলাকার ক্লিনিক মোড়ে অবস্থান নেয়। টহলদল দুইজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আসতে দেখে। তাদেরকে থামতে বললে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এরমধ্যে একজন তার পরিহিত শার্ট ছিড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এবং অন্যজন বাংলাদেশের অভ্যন্তরে কাবিলপুর গ্রামের দিকে পালিয়ে যায়। মাঠের কাদার মধ্যে তাদের ফেলে যাওয়া গামছা মোড়ানো প্যাকেট খুলে আনুমানিক ৩.০২৩ কেজি ওজনের মোট ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো গামছার ভিতরে স্কস টেপ দ্বারা পেচানো ছিল।
তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের বর্তমান মূল্য তিন কোটি দুই লক্ষ ত্রিশ হাজার টাকা। এ বিষয়ে চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
