নিজস্ব প্রতিবেদক
ঝিকরগাছার মোবারকপুর গ্রামের শাওন হোসেনকে লিবিয়ায় পাচার ও মুক্তিপণ দাবির মামলার আসামি আলম আলীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান এই আদেশ দিয়েছেন। আসামি আলম আলী চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা গ্রামের জহির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে মোবারকপুর গ্রামের লিবিয়া প্রবাসী সজিব ফোন করে তার মামা সিরাজুল ইসলামকে প্রস্তাব দেন শাওন হোসেনকে লিবিয়ায় পাঠানোর জন্য। সজিবের প্রস্তাবে রাজি হয়ে শাওনকে লিবিয়ায় পাঠানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেন তার পিতা। ২০২২ সালের ৩০ জুন মোবারকপুর গ্রামের খোকন ও লাউজানি গ্রামের আজিজ লিবিয়ার ভিসাসহ অন্যান্য কাজগপত্র নিয়ে শাওনের বাড়িতে দিয়ে যায়। ১ জুলাই শাওন বাড়ি থেকে রওনা হয়ে ৩ জুলাই ঢাকা থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হয়। শাওন লিবিয়ায় বিমান বন্দরে পৌছালে সজিব তাকে নিয়ে যায়। কয়েক দিনের মধ্যে শাওনকে একটি ভালো কাজ দেয় সজিব। চুক্তি অনুযায়ী সজিবকে তার পাওনা টাকা পরিশোধ করা হয়। একই বছরের ২৫ অক্টোবর সজিব ফোন করে শাওনের পিতাকে জানায় ৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে তাকে মাফিয়ার আটক করে রেখেছে। এরপর তারা চাপাইনবাবগঞ্জ ইসলামী ব্যাংক শাখার একটি হিসাব নম্বর দিয়ে ৮ লাখ টাকা জমা দিতে বলে। মুক্তিপণের টাকা না দেয়ায় শাওনকে তারা মারপিট করে। এরপর বাংলাদেশের কয়েকটি মোবাইল ফোন থেকে কল করে মুক্তিপণের টাকার জন্য চাপ দিতে থাকে শাওনের পিতাকে। এ ঘটনায় লিবিয়ায় অপহৃত শাওনের পিতা ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রবাসী সজিবসহ তিনজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা আদালতের আদেশে ওই ব্যাংক হিসাবের মালিক আলম আলীকে সনাক্ত ও আটক করেন। গত ৯ জুন আটক আলম আলীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী বাবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।