পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৩০ জন আহত হয়েছে। শুক্রবার মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের সকলকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পাটকেলঘাটা বাজারের বলফিল্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের যাত্রীদের মধ্যে হেলপারসহ ৩০ জন আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।