সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার আল-আমিন মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাটকেলঘাটা থানার যুগিপুকুর গ্রামের ট্রাক চালক রফিকুল ইসলাম (৩৮) ও সদর উপজেলার মথুরাপুর এলাকার শাকিল হোসেন।
প্রত্যক্ষদর্শী বল ফিল্ড এলাকার মুদি দোকানী আলমাস হোসেন জানান, বালিভর্তি ট্রাকটি সাতক্ষীরা যাওয়ার পথে শুক্রবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে আল-আমিন মাদ্রাসার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন।
পাটকেল ঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।