বিনোদন ডেস্ক: ভারতে এখন বইছে সমালোচনার হাওয়া। নতুন ছবি ‘পাঠান’-এর বিতর্কিত গান ‘বেশরম রং’ নেটদুনিয়ায় প্রকাশের পরই নানাভাবে সমালোচনা আর অশ্লীল দৃশ্যের বিতর্কের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। আর এমন পরিস্থিতিতেই দেশ ছাড়লেন বলিউড সুপারস্টার।
আজ রোববার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। তাই লুসাইল স্টেডিয়ামের মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন বলিউড এই গ্লামার গার্ল।
সেই সঙ্গে উন্মোচন করবেন এবারের বিশ্বকাপ ট্রফিও। আর এ কারণেই ‘পাঠান’ বিতর্ককে পেছনে ফেলে শনিবার মুম্বাই বিমানবন্দর থেকে উড়াল দেন কাতারে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই সময় দীপিকার পরনে ছিল অলিভ প্যান্ট আর সাদা টপ। সঙ্গে ক্রিম রঙা কোর্ট।
বিশ্বকাপের ময়দানে এ দায়িত্ব পালনের মাধ্যমে দীপিকা হতে চলেছেন বিশ্বের প্রথম অভিনেত্রী যিনি ফুটবলের ফাইনাল ম্যাচে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করছেন, যা ভারতীয়দের জন্য সুনাম এবং গর্বের বিষয়।
‘বেশরম রং’ নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে যে আগুন জ্বলছে, তা বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে সঙ্গেই নিভে যাবে বলে মনে করছেন নেটিজেনদের এক অংশ।
আরও পড়ুন: বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন নুসরাত ফারিয়া