নিজস্ব প্রতিবেদক
যশোরে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ কোটি টাকার অধিক পাথর বাকী নিয়ে টাকা না দিয়ে তালবাহনাসহ প্রাণনাশের হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ৬ মে রাতে মামলাটি করেন সদর উপজেলার জিরাট মেসার্স রিয়ান এন্টারপাইজের আবুল হোসেন সরদারের ছেলে এস এম গোলাম হোসেন। মামলায় আসামি করেন, যশোরের মণিরামপুর উপজেলার বলিযানপুর বর্তমানে যশোর শহরের বিমানবন্দর সড়কের জনাব আলী গাজীর ছেলে কওছার আলী।
মামলায় বাদী উল্লেখ করেন, তিনি একজন ব্যবসায়ী। মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের মাধ্যমে আমদানি রপ্তানির ব্যবসা করেন। বাদি তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি; এমনকি ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করেন। আসামি কওছার আলী বাদীর প্রতিষ্ঠান হতে দীর্ঘদিন যাবত আমদানিকৃত ভারতীয় পাথর সংগ্রহ করে ব্যবসা করে আসছিলেন। লেনদের সময় সর্বমোট ৫ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ২০ টাকা বকেয়া পড়ে। যা কওছার আলী পরিশোধ করেনি। এমনকি ব্যবসায়ীক সকল লেনদেন বন্ধ করে দেয়। পাওনা টাকা চাইলে কওছার আলী টালবাহান করছে। গত ৩ মার্চ সকাল ১০ টায় কওছার আলীর মোবাইল ফোনে ফোন দিয়ে পাওনা টাকা চাইলে টাকা প্রদান না করে উল্টো হুমকি দেয়।