নিজস্ব প্রতিবেদক
পানির লাইনের কাজ করার সময় মই থেকে পড়ে আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বাঘারপাড়ার নিত্যন্দপুর মেগা ফিড প্রোজেক্ট। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নারায়ণ তেওতা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
মেগা ফিড প্রজেক্টের মৃতের সহকর্মীরা জানান, আব্দুল মান্নান মেগা ফিড প্রজেক্টের একজন পানির লাইনের মিস্ত্রি (প্লেম্বার)। প্রজেক্ট এর পানির লাইন নষ্ট হয়ে গেলে মই দিয়ে কাজ করছিলেন। অসাবধানবশত তিনি মই থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোতুর্জা মোর্শেদ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি হাসপাতালের মর্গে রক্ষিত রয়েছে।