নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের চাঁচড়া-পালবাড়ি সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত শহরের আরবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন যশোরের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩টি পরিবহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনায় অংশ নেন যশোরের সরকারী কমিশনার নাবিদ হোসেন, সরকারী কমিশনার মাহির দায়ান আমিন এবং সরকারী কমিশনার সুমাইয়া জাহান ঝুরকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় সোহাগ পরিবহনের একটি বাসের বৈধ রুট পারমিট না থাকায় ওই বাস চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শাপলা পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় হামদাম পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র আরও জানায়, যশোরের অন্তত ১৮টি রুটে চলাচলকারী অধিকাংশ বাসেরই বৈধ রুট পারমিট নেই। চালকদের অনেকের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স। আবার এসব যানবাহনের গতি থাকে বেপরোয়া। যার ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। শুধু বাস নয়, ট্রাক, নসিমন, করিমন, থ্রি-হুইলার ইজিবাইক, টেম্পু, চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়মের তোয়াক্কা না করে চলাচল করছে। এতে করে সড়কে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা বাড়ছে।