দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত জনগোষ্ঠ’র মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন পারুলিয়া বিশ্বাস ফাউন্ডেশন। সোমবার সকালে ফাউন্ডেশনের অফিসে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন এ কম্বল তাদের হাতে তুলে দেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি বিশ্বাস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার অনুরোধ জানান।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মাবুদ গাজী, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও নোয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আমিনুর রহিম দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।