কল্যাণ ডেস্ক
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গাঁজার খেত ধ্বংস করেছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে জেলার গুইমারা চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই একর জমির গাঁজা খেত ধ্বংস করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, একটি চক্র পাহাড়ে দুর্গমতার সুযোগে গাঁজা চাষ করে আসছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে গাঁজা খেতের সন্ধান পাওয়া যায়।
রাজীব চৌধুরী আরও জানান, দুই একর জমিতে থাকা প্রায় ২ হাজার গাঁজার গাছে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। ধ্বংস করা গাঁজা খেতের আর্থিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
তবে গাঁজা চাষের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গাঁজা চাষের সঙ্গে জড়িতদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।